পুজোতে মেয়েরা মঙ্গল প্রদীপ জ্বালে  
বাচ্চারা ফোটায় পটকা কিংবা চর্কিবাজি,    
পাড়ারই দাদাদের ব্যাকরণটা আলাদা  
পুজোয় ওদের লাগে শুধু তোলাবাজি।    


রাস্তারই গাড়ি থেকে বস্তিরই বাড়ি
কিংবা হোক কোনো দোকান-বাজার,  
রসিদের বিলে যতটা দক্ষিণা লেখা  
ঠিক ততোটাই দিয়ে দেওয়া দরকার।    


না হলে ভাঙচুর হবে; ঘর ছাড়া হবে
কিংবা ডাণ্ডা পড়বে শিরদাঁড়ায়,  
আসলে পুজোকে ছিপেরই টোপ করে
ওরা এলাকা'টা মুঠোয় আনতে চায়।  


দেবতার হাতে অস্ত্র; করে অসুর নিধন  
অসুরের হাতে অস্ত্র করে মানুষ নিধন,
ওদের এ জোর-জুলুমের রক্ত খেলায়  
এলোমেলো হচ্ছে সাধারণের জীবন।


মূল্যবোধ আজ মৌন মাটিতে লুটায়            
হিংসারা তারই পথ ছাড়তে হয়না রাজি,    
সুস্থ সমাজের বুকে ভয়ানক ক্ষত-  
বাড়িয়ে তুলছে দিন দিন তোলাবাজি।


         ***********