যে সব গর্ভবতী নীরবতা
আজও গভীর রাতে চোখের উঠোনে
প্রসব করে স্মৃতি।  
আমি যে সব নীরবতাদের শুনেছি কান্না।
অনুভব করেছি বেদনা।  
তবু সদ্য জন্মানো স্মৃতি গুলো কে  
জড়িয়ে ধরে খুঁজে নিই প্রীতি।
  
আজ বাইরের আকাশের
পেলব জোছনারা যখন খোলা মাঠের পিঠে
আনমনে লেখে প্রেমের কবিতা,
তখন বালক স্মৃতিদের ছুঁয়ে মনে হয়
তুমি পাশে থাকলে হয়তো-  
জীবনের সমস্ত আঁধারের খোসা ছাড়িয়ে
'চাঁদের বীজ' ছড়াতে ছড়াতে  
আমরাও হেঁটে যেতাম একসাথে বাকিটা পথ ।


  
     **********