নাকের ডগাতে বসে পুলিশথানা    
চোখের উঠোনে দোকান বাজার-হাট,    
ডাকাতেরা তবু নাকের সুড়ঙ্গ দিয়ে  
সোনার দোকানে ঢুকে চালালো লুটপাট।  


দোকান মালিককে চাপাতি মারলো
অন্য ক্রেতাদের মারলো চড়-থাপ্পড়,  
তোমার আমার বুক ফুঁড়ে প্রশ্ন ওঠে
কতখানি নিরাপদ আমাদের এ শহর?  


দিনে-দুপুরে চলছে চুরি-ডাকাতি!        
কোথায় গিয়েছে দেশেরই পরিস্থিতি?    
বন্দুকের ঘড়া কাল কি শেষকথা বলবে?    
গিলে কি খাবে মানুষকে শুধুই ভয়-ভীতি।  


আজ সোনার দোকানে কাল শপিংমলে
পরশু হয়তো লুট ব্যাঙ্কের তিজোরি,  
মানুষেরই অরণ্যে মানুষেরা হয়ে গেছে
আজ বড়ই মানুষ মারার চোরা-শিকারি।  


পুলিশ তুমি ঘুমাও নাকে তেল দিয়ে
এদিকে ওদিকে হরিলুট হোক বোমা,  
তোমারই কর্তব্যরা কাল কঙ্কাল হলেই    
দেশটাকে আপন করে নেবে 'কোমা।'    


          ****a****