ওদের আর ভাল্লাগে না রবীন্দ্র-নজরুল  
ঝাপসা হচ্ছে তাই সংস্কৃতির স্বচ্ছ কাঁচ,
নবীন বরণে সানি লিওনদের চাই  
চাই সারারাত্রি উষ্ণ আইটেমদের নাচ।  

বাউল-টাউল ও সব খুব পুরানো! ধুত!  
ওদের এখন লাগে রক কিংবা ডি জে,  
অপসংস্কৃতি ছুটছে দুর্ধর্ষ ঘোড়ার মতো    
সংস্কৃতি বন্দি থাক অবহেলারই ডিপ-ফ্রিজে।      

শ্রদ্ধা বোধেরই শ্রাদ্ধ সেরে; হুইস্কি ছড়িয়ে
ওরাই দিয়েও দিচ্ছে আজ তার পিণ্ডি,  
শৃঙ্খলার শিকড় উপড়ে; ভুল পথে পা বাড়িয়ে
পেরিয়ে যাবে কি তবে ওরাও কলেজ গণ্ডি?


পোষাকে সংযমহীনতা; কথায় উগ্র মেজাজ,
কখনো বা খিস্তি ছোটে বুলেট গতির মত,    
কে বা কারা দায়ী আজ এ দিনটার জন্য?  
প্রশ্ন গুলো ভাবায়! কে সারাবে সভ্যতার ক্ষত?  


কাদের উপর ভরসা করে বাঁচে সংস্কৃতি?
একবার তো ভেবে দ্যাখো তরুণ-তরুণী,        
ক্ষণিক সুখের তরে তোমরাও কি হতে চাও
নিজেরাই নিজেদের সংস্কৃতির খুনি?  


       **********