ভেজাল জিনিসে বাজার ছেয়েছে  
জাল টাকা জাল ওষুধ এখন পুরানো থিম,
কালোবাজারির নতুন সিলেবাসেতে    
এবার অন্তর্ভুক্ত হলো- প্লাস্টিকের ডিম।


প্লাস্টিকের ডিম? সে কি! কারা পাড়ে? মুরগি?  
নাতো! তবে বানায় অসাধু কিছু লোক!  
যারা কিনা মুনাফার কালো কেশর নাড়িয়ে;  
দু-পায়ে নৈতিকতাকে মাড়িয়ে; লুটছে আলোক।
  
আসল ডিমের মাঝে যেমন কুসুম থাকে  
নকল ডিমেও কুসুম থাকে হুবহু তাই,  
তবে নকল হলেই ছড়িয়ে যাবে কুসুম;
একটু সচেতন ভাবে দেখারই দৃষ্টি চাই।


খোলাটা পোড়ালে পোড়া প্লাস্টিকের গন্ধ পাবে
অমলেট বানালে তা হয়ে যাবে শীঘ্রই কালো,
ওদিকে তবু ওদের ব্যবসা চলছে রমরমিয়ে
এদিকে জীবন গুলো আতঙ্কে এলোমেলো।    


পুলিশ কর্তারা তৎপর হয়েছে! চালাচ্ছে তল্লাসি।
তবে পারবে কি পৌঁছাতে ওদেরই উৎস মূলে?  
তাই যতদিন না স্বাভাবিক হচ্ছে এ পরিস্থিতি  
ততদিন ডিম কিনুন বন্ধুরা দুটি চোখ খুলে।


          ***********