পাখির উড়ার জন্য আকাশ লাগে
মাছের লাগে পুকুর-নদী-হ্রদ,
মানুষের আজকাল মাটি লাগে না
পথ চলতে লাগে চোলাই মদ।


কী আছে চোলাই মদে? দাম কত ?
এক বোতল সত্তর কি আশি।
সব মাতালের একই উত্তর -
'বউ-এর থেকে মদ কে বেশি ভালবাসি।'


মদ খেলে কী হয়? রাজা ?
পা কি আর পড়ে তখন মাটিতে,
অন্তত দু-বেলা ঠিক যাওয়া চাই
ধাবা কিংবা চটিতে ।


কারা বানায় এ সব? কোথায় ?
পুলিশের নজর কি এড়িয়ে যায়?
নাকি মাল্লু'টা সময়ে পৌঁছে যায়
নিকট থানায় হপ্তায় হপ্তায়।


মদে আজ বিষ মিশেছে, লোক মরেছে!
কে দায়ী? যারা খায়, যারা বানায়?
নাকি যারা বানানোর মদত দিয়ে
রোজই কিছু উপরি কামায়?


যুক্তি-তর্ক চলতে থাকে! চলবেও!
জাঁকিয়ে বসেছে চোলাই কারবার।
তবু সচেতনতা ঘুমায় কুম্ভকর্ণ হয়ে
জ্বলে-পুড়ে শেষ হয়ে যায় সংসার।


          *******