দূরের ঐ সরবরের বুকে
এতদিন ফুটতো পদ্ম,
চরতো শুভ্র-রাজহংস।
খেলা করত আপন মনে
মাছেরা সকাল বিকাল।
আজ তা দখলের ঝোঁকে  
তার শান্ত জল হয়েছে লাল।
ভাসছে আট -দশটা লাশ ।    
হয়েছে চারিপাশের জীবন ধ্বংস।
তবু তুমি বলছ- ঠিক আছে সবদিক
সময় হাঁটছে স্বাভাবিক
বিশ্বের বুকে উপস্থাপন করছ  
সাধারণ জীবনের স্বাভাবিকতার সারাংশ।  


আসলে তুমি দেখতে চাওনি
কখনো দেখাতে চাওনি
আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে
নৃশংস কংসের ভগ্নাংশ।
তাই আমি জোর গলায় বলতে পারি -  
সে ভগ্নাংশের তুমিও একটা অংশ।