খাবারের নাম শুনে হকার কে চেনা যায়    
পাত্রের উপরে পয়সা নাচালে- কাঙালি।  
ট্রেনেরই কামরায় হাজার কোলাহলেও  
ঠিক চেনা যায় মাসিদের হাতের তালি।      


হঠাৎ করেই তারা উঠলে ট্রেনে- কেউবা  
দেখে ঘুমায়; কেউবা লাগায় হেডফোন,  
ট্রেনের কামরায় মাসিদের তালি
আজকাল যেন এক আতঙ্কের রিংটোন।  


ছাড় নেই কারো! টাকা তো দিতেই হবে
সামনে এসে মারলে দু-চারটে তালি,
প্রথমবারে না দিলে; ভরসা নেই মোটেই-  
জুটবে নিশ্চিত কিছু গালাগালি।  


চাইবে যতটা ঠিক ততটাই নেবে-
না দিলে জনসম্মুখে খেয়ে নেবে চুম,    
অপমান বোধ তখন গিলবে শরীর;      
পাশে যাত্রীদের পড়বে হাসির ধুম।  


মাসি ভার্সেস নিজের আত্ম-সম্মান    
ম্যাচটা যখন জমে যাবে জোরদার,  
মাসিদের তালি কিন্তু ঠিক জিতে যাবে  
হস্তান্তর হবে শেষমেশ কিছু টাকার।  


সিটিজেনদের ওরা চায় না কিছুই  
শুধু ঘিরে ধরে যুবক বা ব্যাচেলার।  
ও প্রিয় মাসিরা- যে যা দেয় তাই নিন না!  
কেনও করেন জবরদস্তি বারবার।


তোমাদের কে তো সবাই শুভই মানে
দেখলে ভাবে- 'আজ ভালো কাটবে দিন,'  
তবুও ট্রেনের কামরায় তোমাদের ব্যবহার  
বুকে আতঙ্ক বাড়াচ্ছে দিন দিন ।


        
             ********