কে আটকায়, মাথার উপর যখন গজায় ক্ষমতার শিং।
স্কুলের ছাদও গুঁতিয়ে ভাঙে; মনুষ্যত্বহীন প্রোমোটিং।

ছাড়তে হবে ঐ জায়গা গুলো । দখল নেওয়াটাই কাজ।    
আঙুলেরই ছোট্ট ইশারায়; উড়ে আসে শকুন-চিল-বাজ।  
  
পকেটে ওদের বন্ধুক থাকে। সাথে থাকে রাজনীতিরও দাদা।
স্কুল ভেঙে মাস তিনেকের মধ্যে; কুড়ি-তলা বানানোর বাদা।


কাল যে দেওয়ালটা, শিশুদের আঁকা ছবিতে হতো অপরূপ।  
আজ লালসার আগুনে জ্বলে-পুড়ে ভেঙে-চুড়ে তা ধ্বংসস্তূপ।    


মানবিকতা ওরা মাড়িয়ে চলে; নৈতিকতাকে করে কুচি কুচি।  
সবার যখন শান্তি চাই। ওদের তখন রক্ত-কান্না-লাশেই রুচি।    
  
যে শিশুরা কাল রাঙা স্বপ্ন দেখত; তাদের মনে আজ আতঙ্ক।  
ভূমিকম্প তো শুরু হয়ে গেছে; তুমিও বাজাও প্রতিবাদের শঙ্খ।



                        *********