আমার পথও আঁকা বাঁকা ছিলো; ছিলো না কখনো সোজা।
তোমার চিরদিনের অভ্যাস ছিলো, শুধু আমায় ভুল বোঝা ।।
  

তোমার জীবন জুড়ে আজ বসন্ত;
আমার এখনো চলছে সেই শীত ,  
আগামীর দিকে যতই তাকিয়ে থাকো
তুমি ভুলতে পারবে কি অতীত?



তোমার ঠোঁটে চিরদিন থাকুক সুখের হাসি
চাই থাকুক দু'চোখের পাতায় সুন্দর সকাল,  
আমি যদি হই কষ্ট দেওয়া তোমার অতীত
তাহলে পুড়িয়ে ফেলো আমার স্মৃতির জঞ্জাল।



এক পড়ন্ত বিকেলে
তোমার ঘর-বারান্দায়  
যখনই এসে বসে ছিলো রঙিন এক প্যাঁচা!  
সেদিনই এ মন বুঝে ছিলো
গাঢ় রাত্রি ধেয়ে আসছে আমার দিকে।