মুক্তির খোঁজে যখন বুকের গারদ ভাঙতে চায় বন্দী কথারা,  
তখন উপায় কি তুমি বলো-  তাদের মুক্ত না করা ছাড়া।  


                   ২
যেদিনই দূরে গেছো তুমি কিছু কষ্ট'রা হয়েছে কুটুম,      
দুটি চোখের জলে ডুবে মরেছে সেদিনই আমার ঘুম।  


                    ৩
তোমার কপাল জুড়ে আজ জ্বলে উঠেছে নতুন ভালবাসার লাল সূর্য,
তবুও দূর থেকে তোমার আলো পাবো জানি; হারাই নি তাই ধৈর্য।  


                     ৪
তোমার সাথে অনেক দিন হলও হয়নি দেখা, হয়নি কথা!
ভালোবাসা সেই একই আছে; শুধু মেখে ফেলেছে নীরবতা।  

                     ৫
তোমারই ভেতর আছে ভালোবাসা; আছে নীল হিংসা,  
কাকে নিয়ে তুমি চলবে পথ করে নিও নিজেই মীমাংসা।  


                      ****