সমাজ পুকুরে দরিদ্রতার ছিপ-কাঁটায় আটকা পড়ে
আজও যন্ত্রণায় ঘুরপাক খাচ্ছে, কতশত পুঁটি মাছের জীবন।  
ছড়িয়ে দিচ্ছে তারা চারিপাশে আর্তনাদের জল।
একটু মুক্তি চাই - একটু মুক্তি!  
একটু সচ্ছলতা চাই - একটু সচ্ছলতা!!


কিছু দৌলতদারি মাছ দূর থেকে এ সব রোজই দেখে।
     কিন্তু তারা কাছে ঘেঁসে না কখনো।  


শুধু একদল দরদি মাছ তাদের অদম্য প্রয়াসে
তাদের পাশে এসে দাঁড়ায়
অন্ধের লাঠির মত ভরসা হয়ে ।


কখনো-সখনো তারা ঐ পুঁটি মাছে'দের জন্য একটু খানি
ত্রাণের আশায় দৌলতদারি মাছে'দের কাছে গিয়ে
       আজও যখনই বলে -  
   'আসুন না ওদের বাঁচাই আমরা
   আসুন না ওদের পাশে দাঁড়াই আমরা একসাথে;
   ওরাও তো আমাদের সাথে একই পুকুরে থাকে।'


         দৌলতদারি মাছেরা আজও শুধু
  তাদের 'তৃতীয় হাত' দেখিয়ে, শান্ত গলায় বলে দেয়-
''আপনার দরকার আপনি যান!
                  -আমার সময় নেই গো কাকা।'


              


                 ********


(*'তৃতীয় হাত' --  আমার মনে হয় কিছু মানুষের ডান হাত-বাম হাত ছাড়াও অদৃশ্য একটি হাত আছে যার নাম -অজুহাত।)