আজ তুমি যে দিকেই তাকিয়ে দেখো না কেন,
সে দিকেই ঘুরছে হোমাগ্নিতে আধ পোড়া
নারিকেলের মতো শতশত কালো জীবন।
যাদের বুকের ভেতর একটুও সুখের জল নেই ,  
একটুও বেড়ে উঠার শীতলতা নেই !
গ্রীষ্মের ফুটিফাটা মাটির মতো-
সবই খটখটে শুকনো ; উষ্ণ দরিদ্রতায় পুড়ে!  
যাদের দু'চোখের ভেজা দেওয়ালে আজও  
শিকড় চালিয়ে বসে রয়েছে চাপ চাপ
বেদনার শেওলা।

সচেতনতার প্রলেপ মেখে যদি তুমি আরও একটু
ভালো করে তাকিয়ে দেখো ! তাহলে হয়তো  
দেখতে পাবে - একদল মানুষ কীভাবে
কটাক্ষের কাঁটা হাত দিয়ে ঐ কালো শরীর গুলোকে  
ঠেলে সরিয়ে , তাদের অভাব পুষ্ট জীবনের উপর
শোষণের বাঁশ গেঁথে গেঁথে আজও পথ করে নিচ্ছে !
ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের ঐশ্বর্য বিলাসী ডিঙি।  


দীর্ঘশ্বাস ফেলো না বন্ধু,
যদি এমন ছবি তুমিও দেখতে পাও ।
দীর্ঘশ্বাস ফেলো না ।      
'দীর্ঘশ্বাস দুর্বল করে দেবে তোমার উজ্জ্বল চিন্তাকে।'  
   পারো তো আরও একবার তুমিও ভাবো,  
   আরও একবার তুমিও পরিকল্পনা করো
         কীভাবে ফেরানো যায় সাম্যতা।
কীভাবে আনা যায় সামাজিক সুস্থতার ভোর ।


আজ যে ভাবার দিন এসেছে,
           জেগে উঠার দিন এসেছে বন্ধু।


              ************