ফিনফিনে ধুতি'টা থাকে আমার সব সময় খুবই সাদা,      
পাঞ্জাবিতেও লাগাতে দিই না কখনো একটুকুও কাদা;  
এ এলাকায় আমি চালাই দাদা-গিরি; আমি এখন দাদা!  
                      জানো তো    
'ক্ষমতা এখন আমাদের হাতের মুঠোয় শক্ত করে বাঁধা।'    


চশমা'টা যদিও কালোই পরি, যখন চলি পথ !  
নিজের ভালো করবো আগে; এই তো করেছি শপথ।  
প্রতিদিন তোমরা তোলা দিবে, ভালো থাকবে ভবিষ্যৎ;  
                   নইলে জানো তো
'ছেলে পাঠিয়ে কালো করে দেবো মেয়েদের ইজ্জত।'  


রোজই আমি ভোরে উঠি; পড়ি আগে জবর খবর,  
রাতে বেশ নগ্নতা গেলা হয়ে যায়; সকালেও কাটি জাবর।    
তোমাদেরই বস্তি হটিয়ে; ভাবছি গড়বো এবার একটা ঘর!    
                   জানো তো
'ও জায়গা না ছাড়লে ওখানেই দিয়ে দেবো সব কে কবর ।'    
    
কাঁধের ব্যাগটা বইতে পারি না; ভারী হয় দুর্নীতিরই টাকায়,  
রেখেছি কত মাস্তানদের পোষ মানিয়ে; আমি আমার ডেরায়।  
সামনে আবার ভোটের গন্ধ; আবারও জিততে যে মন চায়!  
                     জানো তো
'না জিতলে আগুন জ্বালিয়ে দেবো তোমাদের ঘর বারান্দায়।'


                     *********