শাণিত হিংসার তলোয়ারের ডগায় গাঁথা হয়ে
টিকটিকির কাটা লেজের মতন ছটফট করছে
আজ মুন্ডুহীন মানবতা!
তার শরীরের চারিপাশ দিয়ে গলগল করে
ঝরে পড়ছে শুভ চৈতন্য বোধের রক্ত ...
যে রক্ত আর্তনাদ করতে করতে মিশে যাচ্ছে
তৃষ্ণার্ত লোলুপতার শাদ্বল সিক্ত করে
অতল আঁধারের জঠরে।    
          
তবুও আমাদের চারিপাশে একটা ঝড় উঠছে না,  
একটা ঝড় উঠছে না প্রতিবাদের।  
আগুন ধরছে না; আগুন ধরছে না  
আমাদের সাহসিকতার বারুদ ঠাসা বিবেকে।
কণ্ঠে জাগছে না হিংসা বর্বরতার বিরুদ্ধে
বিপ্লবের বিস্ফোরণ; সঙ্ঘবদ্ধ উত্তাল গর্জন ।  
চোখে ফুটছে না মানবতার ক্ষত স্থানে সাম্যতার
প্রলেপ দেবার অব্যর্থ গাণ্ডিবী দৃষ্টি।  


শুধুই কুনো ব্যাঙের মতন ঘরের এক কোণে বসে,  
আমরা আমাদের ব্যক্তি কেন্দ্রিক স্বার্থ পূজায়
আজও হায় ! রয়েছি মশগুল হয়ে।


              ********