দু'চোখে আজ ইলশে গুঁড়ি
বুকের মাঝে ব্যথার ছুরি
     হৃদয় জুড়ে নিরাশারই মিছিল,  
ভালোবাসায় আলো খোঁজা  
যে পথ ছিলো সোজা  
       সে পথ হলো বড়ই জটিল।
বহু দূরে বহু দূরে গেছে উড়ে
হায়! ভালোবাসার শঙ্খচিল ।।


হাওয়ায় ভাসে স্মৃতি-কথা
বুকে বাড়ে শূন্যতা  
     জাপটে ধরে বিরহের পাঁচিল,    
আনকোরা বেদনারই পলিতে
মন সায়রে এক মুহূর্তে
           স্বপ্ন-আশারা হলো ফসিল।
বহু দূরে বহু দূরে গেছে উড়ে
হায়! ভালোবাসার শঙ্খচিল ।।


ঝরে গেছে প্রেমের কুঁড়ি  
কেটে গেছে সুখের ঘুড়ি              
   ঢাকছে মেঘে আকাশেরই নীল,  
সাজানো ঘর ধু ধু করে
বিশ্বাসের মাটি আলগা করে
  জানিনা সে করলো কোন সুখ হাসিল?  
বহু দূরে বহু দূরে গেছে উড়ে
হায়! ভালোবাসার শঙ্খচিল ।।


              ******