একটু ভালোবাসার জন্য জল খুঁজছিলাম
প্রস্তর ভূমিতে শিকড়ের মতন বহুকাল ধরে।    
খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন এক নদীর কাছে উপস্থিত হলাম,    
তারে বললাম - 'একটু ভালোবাসার জল দেবে গো আমায়।'
সে সাগর দেখিয়ে দিলো...  


সাগর কে গিয়ে বললাম - তোমার তো এতো জল;  
আমায় একটু ভালোবাসার জন্য জল দিতে পারো ?
সে মেঘ দেখিয়ে দিলো ...


মেঘকে গিয়ে বললাম -
তুমি আমায় একটু জল দিতে পারো?
ভালোবাসার জন্য জল।
মেঘ বললো- জল নিয়ে তুমি কি করবে ?
আমি বললাম - ভালোবাসবো !
              ভালোবাসবো মানুষকে জীবনকে।  
সে বললো - তা... কেমন করে ভালোবাসবে শুনি ?  
আমি বললাম - তুমি যেমন করে ঐ নদী-সাগর পাহাড়-ঝর্ণা  
গাছ-গাছালি পশু-পাখি সকল কে সমান ভাবে,
আপন করে খুশিতে ভিজিয়ে ভালোবাসো;
আমিও ঠিক সে ভাবেই ভালোবাসতে চাই সকলকে।  


এ কথা শুনে সে আমার দু'চোখে নিরাশার জল ছাড়া
একটুও ভালোবাসা জন্য জল দিলো না ।


শুধু বললো- অন্যকে ভালোবাসার জন্য
অন্য কারো কাছে এ জল থাকে না; যাও গিয়ে
নিজের মনের ভেতর খোঁজ করো গে !
ঠিক পেয়ে যাবে ।
প্রত্যেকের ভেতরেই থাকে ভালোবাসার জল,
সকলকে ভালোবাসায় ভিজিয়ে দেবার জল।  
যে জলের খোঁজ পাওয়া নির্ভর করে
শুধু তোমারই ইচ্ছের উপর।


                          *******