একবার এক 'যুবক হাওয়া' সবুজ গাঁয়ের
এক 'সবুজ মেয়েকে' ভালোবেসে বলেছিলো -
আজ তুই বিকেল হবি ?    
আমি রাঙিয়ে দেবো তোকে বসন্ত রঙে,  
সাজিয়ে দেবো সৌন্দর্যের সব কণা দিয়ে।
পরিয়ে দেবো তোর চোখে সুখের কাজল;
লেপে দেবো ঠোঁটের উপর একমুঠো রাঙা মেঘ।
নারিকেল পাতার চিরুনি দিয়ে তোর এলো চুল
আলতো করে আঁচড়ে বেঁধে দেবো কবরী ।
আর তারই মাঝে না হয় গুঁজে দেবো
ফুলের মতন ঐ অস্তায়মান সূর্যটাকে।
সবুজ মেয়ে সেদিন হাওয়ার কথা শুনে শুধুই হেসেছে!  
হাসিতে ভেঙেছে চারিপাশের সব নীরবতা ;
আর মিষ্টি করে বলেছিলো -
' পাগল একটা!
আচ্ছা বেশ, হবো না হয় শুধু তোরই জন্য।'  
.
.
.
এর পর কেটে গেছে বহুকাল !  
ঘটেছে প্রেম- প্রীতি মান-অভিমানের অনেক পর্ব।  
একদিন 'হাওয়া'কে কিছু না বলেই সে 'বিকেল'
হেঁটে গেছে 'পূর্ণিমা রাতের' সাথে হাত ধরে;
দূরে দূরে দূরে কোথাও ...


আজও ফিরে আসেনি সে !


কান্নায় ভিজেছে হাওয়ার চোখ।
ভেঙেছে বুকের স্বপ্ন!
আর সেদিন থেকেই হয়তো বুঝি তারই খোঁজে
সে হাওয়া এতোটা বাঁধন হীন, বাধাহীন, নিয়মহীন,
একটু একটু করে ভারসাম্যহীন ।

লোকে'রা যাকে আজকে শুধু 'পাগল হাওয়া' বলেই ডাকে ।


            *************