মাথার উপর নীল বর্ণ আকাশ !  
ফড়িং এর ডানায় তখনো হাসতো বর্ণালী বর্ণের রোদ;
খেলা করতো নদীর জলে কাঞ্চন বর্ণের ঝিলিক ।
ফাগুন বর্ণে সাজতো নবান্ন উৎসব।  
জীবন ছিলো প্রাঞ্জল;
প্রকৃতির সৌম্য-কান্তিতে মোড়া।


আজ সময়ের চোরা পকেটের ফুটো দিয়ে
  সে সব দিন হারিয়ে গেছে।


পা ফেলেছে যন্ত্র দানব !
গড়ে উঠেছে ইমারতের জঙ্গল।


'লেখা হয়েছে এক রক্ত বর্ণ ইতিহাস !'


শুধু উর্বর মাটির বুকে যারাই সবুজ বর্ণ চেয়েছিলো
তারাই লাস হয়ে ভেসে গেলো
      নদীর জলে মৃত্যু বর্ণ হয়ে ।


           **********