সবুজ 'ধানের শিষ' একদিন 'শিশির কণা' কে
বলেছিলো-  আর কতদিন চুপিচুপি তুমি এভাবে
আমার কাছে আসবে? তোমার পেলব উষ্ণতা দিয়ে
আমায় ভালোবাসবে?
'শিশির কণা' তখন তার কানের কাছে
গরম নিশ্বাস ফেলে শুধু আসতে করে
বলেছিলও - 'সারা জীবন।'


আজ সে 'ধানের শিষ' সোনালী হয়ে গেছে!  
তারে নিয়ে গেছে অচিন গাঁয়ের কোনও এক কৃষক।

'শিশির কণার' চোখে এখন এক সাগর জল ;
বিরহের বিষাদ মেখে সে মিশে যায় মাটিতে।
পড়ে থাকে খাঁ খাঁ মাঠ জুড়ে শুধুই
আরও এক অসমাপ্ত প্রেমের স্মৃতি-পরাগ।  


             ********