ঝরোকার জাফরি ধরে দাঁড়িয়ে আছে
অসহায় এক ষোড়শী জোনাকি।
বাইরের জগৎ দীপিকা ময়
তারায় তারায় ঘেরা,  
স্বতঃস্ফূর্ততায় রঙিন ।  
তার পালিয়ে যেতে ইচ্ছে করে।


   উপায় নেই।
চৌকাঠে ফিঙের নজরদারি।  


ইচ্ছেরা হলুদ হয় !  


তার ঘরে রোজই আসে
কিছু দামাল হাওয়া,  
লুটে নিয়ে যায় শরীরী সুখ।
বাইরের সমাজ হাওয়া'দের কিছু বলে না !  
শুধু তারেই বলে গণিকা ।  


             *******