আকাশেরই সাথে ঝগড়া করে - ঠোঁট চেপে
যখনি কেঁদেছে রামধনু শাড়ী পরা মেঘ!  
তার কান্না এসে জমেছে নীরব মাটির বুকে।
নীরব মাটি মেঘ কে কিছুই বলতে পারেনি;
কারণ সে যে আজ আকাশের ।

নীরব মাটি কষ্ট পায় ভীষণ।


শুধু জানিয়ে দেয়ে- তারই স্পর্শতায়
সে আজও জন্ম দেয় শত শত ভালোবাসার
সবুজ অরণ্য সম কবিতার।  


           *******