ছিন্ন ভিন্ন হাত- পা -মাথা চারিদিকে ছড়ানো!
      রক্তে ভেজা সবুজ মাটি।
পোড়া লাশের গন্ধ গা সওয়া হয়ে গেছে।

সময়ের হাতে রক্তক্ষয়ী ইতিহাস লেখা
         এখনো জীবন্ত।


বোমা-বারুদ-গুলির শব্দের নীচে  
  তবুও ঘর বাঁধতে হয়,  
       স্বপ্ন দেখতে হয়,  
মা'কে দিতে হয় স্তনাগ্র শিশুর মুখে;  
নতুন এক উষসী আলোর আশায়।


          *****