দু'চোখে আজ কান্নারা সামিল  
স্বপ্ন'রা সব গেলো হারিয়ে,
এ বুকে হায়! নিরাশার মিছিল  
ভালোবাসা দিলো মাড়িয়ে ।
প্রাণের মাঝে বেদনার আঁচে  
ইচ্ছেরা যায় নীরবে পুড়ে,  
হৃদয়ের উপর প্রেমের কবর
তুমি দিলে যে খুঁড়ে খুঁড়ে।


ও প্রিয়া ও প্রিয়া,  প্রিয়া রে ...  
কোন ভুলে এতো ব্যথা দিলে আমারে।।


আজ তুমি ছাড়া সব গতি হারা
বিবর্ণ লাগে এ একলা সময়,  
কোন সুখ পেতে তুমি জীবনেতে
কাঁচের মতন ভাঙলে প্রত্যয়।
আজ সম্মুখে অপমানের কাঁটা রেখে  
গেলে সম্পর্কের বাঁধন ছিঁড়ে,
রঙিন আশা গুলো পথ হারালো
ছোবল মারে শূন্যতা অন্তরে ।


ও প্রিয়া ও প্রিয়া,  প্রিয়া রে ...
কোন ভুলে এতো ব্যথা দিলে আমারে।।


মরুভূমির মাঝে পেয়েছিলাম খুঁজে
মরূদ্যানের মতো শুধুই তোমারে,    
বুঝিনি তুমি এভাবে মরীচিকা হবে  
যাবে একলা ফেলে আমারে।
স্মৃতিরা ভাসে আজ মন আকাশে
হাহাকারের ঝড় চারিধারে,  
ভাবিনি এভাবে জীবনটা ঢেকে যাবে
বেদনার নিকষ কালো আঁধারে।


ও প্রিয়া ও প্রিয়া,  প্রিয়া রে ...
কোন ভুলে এতো ব্যথা দিলে আমারে।।


               ********