আমাদের আজ আর দেখা হয় না বর্ষার প্রথম
বৃষ্টির ছোঁয়ায় শুষ্ক বীজ অঙ্কুরিত হয়ে
কীভাবে মেলছে তার ছোট্ট দুটি সবুজ ডানা।
কিংবা
প্রজাপতির রঙিন ডানায় দু'চোখ মুগ্ধ করা  
সকালের কুমারী রোদের লাস্যময়ী রূপ ।
দিনের আলো নিভে আসার সাথে সাথে কীভাবে  
ঘুমিয়ে পড়ে বাবলা, তেঁতুল, শিরিষ গাছের পাতারা
তাও আর দেখা হয় না।  
দেখা হয় না
আগুন রাঙা মেঘের পাশ দিয়ে
উঁকি মারা শুকতারার হাসি।
জোছনার জল মাখা জোনাকিদের নাচ ।
মেঘের চাদর গায়ে চাঁদের ঘুম।
মাকড়শার নিঃশব্দে জাল বোনা ।
কাল প্যাঁচার পায়ে ইঁদুরের না ফেরার দেশ।


প্রকৃতির নান্দনিকতা আর জীবনের মাঝে  
আজ যেন বিচ্ছিন্নতার বিস্তার
ব্যস্ত সময়ের টানে ।


সারা দিনের ব্যস্ততার পাপড়ি ঝরে যাওয়ার পর  
জীবন বৃন্তে পড়ে থাকা
আমাদের এক টুকরো অবসর,  
সেও যে আষ্টেপৃষ্ঠে পড়েছে বাঁধা
ইন্টারনেটের মায়া জালে।  


তাই আজ আর দেখা হয় না প্রকৃতির রূপ।  
প্রত্যক্ষ আত্ম-অনুভূতি টানছে যেন হলুদ শ্বাস।

         **********