''জীবনের রঙ ধুয়ে গেলো
    আজ বেদনার নীলচে জলে,
প্রাণ পাখি হায়! উড়ে গেলো
     বুকে স্মৃতির পালক ফেলে।''  
স্বপ্নের দীপ নিভলো চোখে            
সুখের নদী মিশলো দুঃখে  
       ডুবলো আশা নিরাশারই অতলে...।।


জানিনা কি ছিলো অপরাধ
প্রেম হলো  ঘোলাটে চাঁদ
           ঢেকে গেলো মেঘ আঁচলে,
দুটি চোখে কান্নার জল
ঝরে শুধুই  অবিরল  
         কোন ভুলে সে গেলো চলে ।
প্রাণে থাকা ভালোবাসা  
হলো সবই ধোঁয়াশা
         আজ যে পুড়ে বিরহেরই অনলে...।।


মনের সাদা ক্যানভাসে    
আজ যে ছবি শুধুই ভাসে                                              
           সে তো অন্য কারো নয় ,
সাজানো এ জীবনটারে
ভাবিনি  হায়! এমন করে  
            করে দেবে সে মরুময় ।  
মন ডাকে তবুও তারে
সম্পর্কের বাঁধন ছিঁড়ে
            সে যে গেলো কিছু না বলে...।।  



      --------------------------