ঠোঙায় হাত বন্দি জীবন ।
মোরগের পায়ের মতো মাটি আঁচড়ে খুঁটে খাওয়া জীবন ।
কিংবা কান্নার সাগরে খড় কুটোর মতো  
ভাসতে থাকা ক্লোরোফিল হীন জীবন।  
যাদের নিয়েই  সাহিত্যের পাতা এতোটা ভরাট,  
এতটা উজ্জ্বল । শুধু তারাই ছুঁয়ে দেখলো না
কোনো দিন সে পাতা!!
পেলোনা  স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের স্বাদ ।


তবু সৃষ্টিশীল মানুষ সে সমস্ত মরুময়
শুষ্ক জীবন থেকেও কিছুটা রস শুষে এনে
আজও ছড়িয়ে দিচ্ছে পাঠক হৃদয়ে।


সমৃদ্ধ হচ্ছে সাহিত্যের নতুন পাতা ।


শুধু গভীর রাতে ছাড়ানো লিচু রাঙা চাঁদের দিকে
তাকিয়ে তাকিয়ে সেই সৃষ্টিশীল মানুষ ভাবে-  
সাহিত্য অনুরাগী পাঠক'রা কি সেই পিছিয়ে পড়া
জীবন গুলোর প্রতি সচেতন হচ্ছে ,
সহানুভূতিশীল হচ্ছে  ?
সঠিক ভাবে কি তাদের হাত ধরছে?
তাদের সাথে কাঁধে কাঁধ মেলাচ্ছে ?
তাদের দুর্দিনের সঙ্গী হয়ে পাশে দাঁড়াচ্ছে?  


                ****