আর পারছি না !  
টানা আটচল্লিশ ঘণ্টা কাজ হয়ে গেছে মালিক!
এবার একটু ঘুমের প্রয়োজন  
ক্লান্ত রোদের মতন ।


নয় জনে মিলে টানা ষোলোটা ট্রাকে
মাল বোঝাই করলাম ।
শরীর-মন আর টানছে না !!
এখন বিশ্রামের চাদরে শরীর টাকে মুড়ে
ফুটপাতের দেওয়ালে এক দণ্ড
ঘুমের প্রয়োজন ।


আরো আট'টা ট্রাক!  

বলো না মালিক ; মারা যাবো।
টানা বাহাত্তর ঘণ্টা হয়ে যাবে ।
পারবো না!


পারবি না ...  
মালিকের মুখ খুচরো পয়সার মতো
ঝনঝন করে উঠলো খিস্তিতে -
তবে আমার ট্রান্সপোর্ট  চলবে কি করে শুনি?
লাথি খাবি ?  
বের করে দেবো সব কটাকে।
নতুন লেবার নিয়ে নেব।

টাকা তো নিস।  
চল যা!
মাল লোডিং কর ।
গুদাম ঘর খালি করতে হবে তাড়াতাড়ি ।


জীবনের সবুজ পাতা গুলো বিবর্ণ হয়ে গেছে
ওদের বহুকাল আগে ! এখন সে বিবর্ণ পাতা টাকেও
চিবিয়ে রস খোঁজে কিছু মালিক জন ।  
বঞ্চনার অপমানের রোদে ওদের
মনের ইচ্ছে আশার গাছ গুলো শুকিয়ে কাঠ।
বুকে পড়ে আছে শতশত মৃত
স্বপ্ন ডিমের ফাটা খোলা।


মালিকের ভালোবাসা সহনশীলতা বলে
কিছু নেই এখানে ;লুপ্ত বহু কাল আগে ।
প্রাপ্য মজুরি চাওয়ার দাবি টাও বন্দী
কাজ হারাবার ভয়ের ঘেরা টোপে ।
এখানে শুধুই  আছে ওদের জন্য
কটাক্ষের চাবুক; আর
ভারবাহী পশুর মতন বোঝা নিয়ে
কাজ শুধু কাজ করে চলা,  
রাতদিন সাতদিন সারাবছর সারাজীবন।


দু'টুকরো শুখা রুটিতে পেটে ভরিয়ে  
টিকে থাকার তাগিদে ......।


    
            ******