কাল নীরব দুপুরের প্রিয় স্বপ্ন ভাঙার দিন !


শোনো! শোনো ! শোনো!
শহর গ্রামের সকল শ্রমজীবী কষ্টরা ,
জীবন আঁকড়ে থাকা কালোত্তীর্ণ সকল
শ্রমিক বিষণ্ণতা'রা, প্রতিদিন রাতে বুকের উপর
অত্যাচার চালানো নেশাগ্রস্ত
লিকলিকে হতাশারা অস্বস্তিরা;  
আশা মরা চোখের লেবার কান্নারা।
প্রেমিক-প্রেমিকার সবুজ ইচ্ছে গুলোকে জোঁকের মতো
চুষে খাওয়া মালিক শ্রেণীর যন্ত্রণারা,  
      সবাই শোনো -  
এমন কি!  সমস্ত জীবনের খুশির ঘরে আগুন  
ধরিয়ে দেওয়া কর্তব্য পরায়ণ দায়িত্ববান বেদনারা,
হৃদয়ের ভালোবাসা গুলোকে ভয় দেখিয়ে হারিয়ে
জয়ী হওয়া ক্ষমতা পুষ্ট শাসক হিংসারা  
তোমরাও শোনো-
''কাল নীরব দুপুরে 'নীরব দুপুরের' হৃদয় আঙিনায়  
    তোমাদের সবার আমন্ত্রণ,
সবার আমন্ত্রণ মন ভরে সুখ চেটেপুটে খাবার ।''


            *******