এবার থেকে অন্য কোনো কবি  
তোমায় নিয়ে লিখবে প্রেমের কবিতা,  
  শুধু আমি লিখবো বিরহের...  
কাল থেকে তুমি হয়ে যাবে অন্যের ।


এবার থেকে অন্য কোনো গায়ক
তোমার সুরে গাইবে সুখের গান,  
   শুধু আমি গাইবো কষ্টের...  
কাল থেকে তুমি হয়ে যাবে অন্যের ।

এবার থেকে অন্য কোনো তরী
তোমার নিয়ে পাড়ি দেবে স্বপ্ন সাগর,
শুধু আমি পাড়ি দেবো রাতের...  
কাল থেকে তুমি হয়ে যাবে অন্যের ।


এবার থেকে অন্য কোনো কৃষক
তোমার স্পর্শতায় ফলাবে খুশির ফসল,
    শুধু আমি ফলাবো দুখের...
কাল থেকে তুমি হয়ে যাবে অন্যের ।


ভালোবাসায় ভালো থেকো তুমি
তোমার পথ হোক ফাগুন দিয়ে মোড়া,
    আমার জন্য না হয় থাক !
শুধু তোমার অবহেলা তোমার বঞ্চনারা।


            ********