মেঘলা নয়ন বৃষ্টিহীন
বুকের ভেতর বইছে ব্যথার ঝড়,
একলা জীবন সঙ্গীহীন
ভাঙলো আজ ভালোবাসার ঘর।
উড়ে গেছে দূরে পরাণ পাখি
কি নিয়ে হায়! বেঁচে থাকি
ভুল বুঝে সে যে করে দিলো পর।।
ভাঙলো আজ ভালোবাসার ঘর
ভাঙলো আজ ভালোবাসার ঘর।


হারিয়েছে গতি সুখের নদী
পেয়েছে আজ মরুভূমির দেখা,
পুড়িয়েছে প্রীতি আঁধারে বন্দী
করেছে সে যে নিঃসঙ্গ একা।
আশার তরী নিরাশার জলে
ডুবছে হায়! গহীন অতলে
ধোঁয়াশায় ভরলো মনের শহর।।
ভাঙলো আজ ভালোবাসার ঘর
ভাঙলো আজ ভালোবাসার ঘর।


স্বাধীন সময় অচেনা লাগে
স্মৃতিরা উড়ে চারিপাশ জুড়ে,
রঙিন হৃদয় বেদনা মাখে  
স্বপ্নরা পুড়ে বিরহের রোদ্দুরে।
কত কথারা প্রাণের ঘরে
ঝরা পাতার মতন ঝরে
ছুঁড়ে গেলো সে যে অপমানের পাথর।।
ভাঙলো আজ ভালোবাসার ঘর
ভাঙলো আজ ভালোবাসার ঘর।


        *********