যখন অলস আলো ঘুমিয়ে যাবে
শান্ত গোধূলির বিছানায়,
যখন নিকষ কালো আঁধার রবে
আমার জীবন কিনারায়।
তখন তুমি চাঁদ হয়ে জ্বলো
দুটি চোখের নীলিমায়।  
শুধু বলো না, বলো না,
বলো না, বন্ধু চির বিদায়।
শুধু বলো না, বলো না,
বলো না, বন্ধু চির বিদায়।।          


যখন সুখের কুঁড়ি বুকের পরে
ঝরে যাবে বিষণ্ণতায়,
যখন দুখের ছুরি প্রাণের ঘরে
আঘাত দেবে নিঃসঙ্গতায়,  
তখন তুমি এসো ফাগুন হয়ে
ভরিয়ে দিও ভালোবাসায়।।
শুধু বলো না, বলো না,
বলো না, বন্ধু চির বিদায়...  


বেসেছি তো শুধু তোমায় ভালো
এঁকেছি মনের খাতায়,
ভুলেছি কতো ধু ধু কষ্ট গুলো
তোমারই একটু স্পর্শতায়।  
আজ শূন্য করে কেনো যাও গো দূরে
ভেজাও দু'চোখ নোনা কান্নায় ।।
শুধু বলো না, বলো না,
বলো না, বন্ধু চির বিদায়...।


           ******