চোখের পাতায় অরুণ আলো
ঘুম সরালো দূরে,
কৃষ্ণচূড়ায় নীল পাখিটা
কিছু বলছে সুরে সুরে।


মন ভরালো প্রজাপতির ডানা
শোনালো সে সুখের গান,
এলো হাওয়া হাত বাড়িয়ে
জুড়িয়ে দিলো প্রাণ।


ক্লান্তিরা সব উড়ে গেলো আজ
বুকেতে সুখ বাঁধলো জোট,
ধূসর মেঘ রঙিন হলো  
ভ্রমর ছুঁলো ফুলেরই ঠোঁট।


শেষ হয়েছে শিশিরেরই এখন
ঝরে পড়ার খেলা,
জীবনের বুকে হয়েছে শুরু
ব্যস্ততারই পাপড়ি মেলা।


       *******