একটা দিনের ব্যস্ততা থামা ক্লান্ত নদী
মিশলো এসে যেই রাতের মোহনায়,  
দ্বারে দ্বারে সন্ধ্যা প্রদীপ উঠলো জ্বলে
যেন করো ফেরার অপেক্ষায়।


পাখির ডানায় লিখে দিলো রঙিন হাওয়া
চুপিসারে যেই কাজ সমাপনের গান,
ঝরে যাওয়া পাতার মতন ঝরে গেলো
সভ্যতার বুকে যেন সব কলতান।


ডাক পাঠালো পল্লী বধূর শঙ্খ ধ্বনি
ক্লান্তি ভোলানো যেই রাতের আকাশটারে,
মিষ্টি আলোর পাপড়ি মেলে দিলো
কত না সুখে চাঁদ-তারারা চারিধারে ।  


এই আলোর স্পর্শতায় সব ক্লান্তি মুছে
জীবন যাক এবার একটু খানি ঘুমিয়ে।
নতুন সকালে আবারও পাড়ি দিক
জীবন জীবিকার বন্দরে তরী হয়ে।  


          *******