দূরের থেকে আজকে সুখে
ডাকলো যেই আলোর অরুন্ধতী,
আলতো করে দিলাম ছেড়ে  
রঙিন এ মন প্রজাপতি ।

গুন গুনিয়ে এই হৃদয়ে
রাখলো সে যেই উষ্ণ প্রীতি,
প্রেমের সুরে অন্তর জুড়ে
ছুঁয়ে গেলো তারই কত না অনুভূতি।  


দুষ্টু হাওয়া চাওয়া পাওয়া
আজই বাড়ায় প্রাণের সকল গতি,
নিবিড় ছোঁয়া দেওয়া নেওয়া
বুকে জাগায় সুখের ইচ্ছেমতি।


চোখের পাতা ভাঙ্গছে নীরবতা
বাড়ছে মনে স্বপ্নের উপস্থিতি ,
নেই তো উপায় কি করে যে হায়!
সামলাবো এই আবেগী পরিস্থিতি।


অবুঝ মনে সবুজ ক্ষণে
আজ যে মাতাল প্রেম-প্রকৃতি,  
নীল ইচ্ছেরা বাঁধন ছাড়া
চাইছে দুটি মনেরই সম্প্রীতি।


      *****