শিশির কণা আজ সোনা হয়েছে
মেঘেদের কোল বেয়ে ঝরছে রোদের প্রপাত,
প্রজাপতিরা রঙিন ডানা মেলেছে
পেয়েছে ফুলের কাছে নতুন খুশির মৌতাত।


নদীর জল আজ মাতাল হয়েছে
পেয়েছে সাগরের কাছে মিলন মোহনায় গন্ধ,
পাখিদের সুরে ভরেছে চারিপাশ
হয়েছে যত মন খারাপির কালো দুয়ার বন্ধ ।


ঘুম ভাঙা চোখে বইছে বাতাস
বলছে সবুজের কানে কানে প্রেমের কাব্য-কথা,  
ছোট্ট অবসরের চৌকাঠ'টা পেরিয়ে  
ফুলের মত মেলছে পাপড়ি; জীবন বুকে মুখরতা।  

ফুলে ফলে আজ সেজেছে প্রকৃতি
পাতাদের হাততালি জমেছে এ আনন্দের উৎসব,
প্রকৃতি আর  জীবনের  ভেতর
এমন করেই অটুট থাকুক নিবিড় প্রেমের সংস্রব।


                   ******