যেদিন দূরে ভেসে যাবে চেনা তরী
    শূন্য হবে খেয়ায় ঘাট,  
নদীরই জল কান্না হবে সেদিন  
বুকে ব্যথা করবে ছলাৎ ছলাৎ।


যেদিন দূরে উড়ে যাবে প্রাণের পাখি
    শূন্য হবে সুখের বাসা,
স্মৃতির পালক  কাব্য হবে সেদিন
অন্তর জুড়ে থাকবে শুধুই নিরাশা ।    


যেদিন দূরে সরে যাবে খুশিরই মেঘ
   মন সবুজে দেখা দেবে খরা ,  
শুকতারা বিরহেরই সঙ্গীত হবে সেদিন  
নামবে না তো প্রাণে সুখের বৃষ্টিধারা।


যেদিন বুকে ঝরে যাবে স্বপ্ন-আশার ফুল
       রংহীন হবে চারিপাশ,
  মুখরতা সব নীরবতা হবে সেদিন
যন্ত্রণারই ধোঁয়ায় ভরবে মনের আকাশ।  


              *****