আর কতদিন ওরা ক্ষমতা ভরা হাতে শোষণেরই
হাতুড়ি দিয়ে আমাদের জীবন কে পেরেকের মতন
প্রজন্মের পর প্রজন্ম পুঁতে রাখবে দারিদ্র্যতার শরীরে।
পুঁতে রাখবে বঞ্চনারই অন্ধকার দেওয়ালে।
আর আমরা আমাদের প্রতিবাদী মন'টাকে
দ্বিধা-বোধের কুলোয় শুইয়ে রেখে, খাওয়াবো  
ভীরুতার চড়া চড়া রোদ উদাসীনতায়।


আর কতদিন ওরা শাসনের যূপকাষ্ঠে আমাদের
মাথা আটকে রেখে, পিঠে অত্যাচারের চাবুক মেরে,
দয়া মায়া-হীন নির্মম হিংস্রতার খড়গ খাড়া রেখে
চুপ করিয়ে রাখবে।
আর আমরা ভুলে থাকবো -মগজে বারুদ  
ঠাসা দেশলাই কাঠির মতো আমাদের প্রতিবাদী
মাথাটাকে সাহসিকতার দেওয়ালে  
ঘসে জ্বলে উঠতে ।  

আর কতদিন ওরা ষড়যন্ত্রের কাঁচা বাঁশে নগ্নতার  
ন্যাকড়া জড়িয়ে, হিংসার কেরোসিন ঢেলে, সন্ত্রাসেরই  
আগুন জ্বালিয়ে, ধোঁয়ায় ভরিয়ে দেবে আমাদের ঘর।
ছিনিয়ে নেবে সব সুখের মধু।  
আর আমরা মৌমাছির মতন আধ পোড়া হয়ে
পালিয়ে যাবো ভয়ে অন্যত্র- অন্য কোন ঠিকানায়।
ভুলে যাবো ওদের শরীরে একসাথে আমাদেরই
ক্ষোভের বিষাক্ত হুল ফুটাতে ।


আর কতদিন ওরা বোমা-বারুদ-বুলেট এর ভয় দেখিয়ে  
লেবু কোষের মতো আমাদের চেতনার কোষ থেকে
চুষে খাবে সুখ সঞ্চয়। লাথি মেরে ভাঙবে মড়মড়  
করে পাঁজরের হাড় গুলোকে ।
আর আমরা কলা মোচার মতন মাথা নত করে বসে
থাকবো , পালিত হব নেড়ি কুকুরের মতন ওদের  
দাম্ভিক পায়ের তলায়; ভুলে যাবো আমাদের শাণিত  
দাঁত নখের ক্ষমতার কথা ।  


না আর নয় !
আর নয়  এ ভীরুতার খোলসে আটকে থাকা ।
এসো উল্কা পিণ্ডের মতো আজ ক্ষিপ্র হই,  
এসো  দাবানলের মতন আজ ভয়ঙ্কর হই,
এসো  জ্বালামুখের মতন আজ গর্জে উঠি
ওদের বিরুদ্ধে
একসাথে ...একসাথে...একসাথে ।


          ************