তোমার থাকবার জন্য আমার ছোট্ট ঘরে হয় তো
অট্টালিকার মতো বিস্তর জায়গা নেই কিংবা ভেতরে
কোন ঠাণ্ডা মেশিনও লাগানো নেই;    
তবে তুমি  জেনো
এ ঘর ভরা আছে সতেজ ভালোবাসায় ,
ভরা আছে গাঁয়ের সবুজ প্রান্তরের সুশীতল হাওয়ায়।  


তোমার শোবার জন্য আমার ছোট্ট ঘরে হয় তো
চাঁদের বালিশ নেই কিংবা মেঘের মতো নরম
কোন জাজিম শয্যা পাতা নেই ;
তবে তুমি জেনো
এ ঘরে কিশলয় রাঙা ভালোবাসা আছে,  
যার পরশে তুমি ঠিকই ঘুমিয়ে যেতে পারবে সাঁঝে।


তোমার বিচরণের জন্য আমার ঘরের সামনে হয় তো
কোন বিদেশি ফুলের বাগিচা নেই কিংবা সাজানো
কোন রঙিন বনসাই গাছের টবও নেই ;
তবে তুমি জেনো
এ ঘরের সামনে আছে এক মাঙ্গলিক তুলসীর গাছ,
যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বাললেই শান্তিরা করে বিরাজ।  


তোমার খাওয়ার জন্য আমার ঘরের ভেতর হয় তো
ডাইনিং টেবিল নেই কিংবা দামি দামি খাওয়ারের
বিশাল সুন্দর কোন আয়োজন নেই ,
তবে তুমি জেনো
ভালোবাসা মাখা দু-মুঠো ডাল ভাত আছে ,
যা ঠিকই তৃপ্তি ছড়াবে তোমার মনের আনাচ-কানাচে।


এবার আমার ছোট্ট ঘরে আসা বা না আসার,
ভালোবাসা বা না বাসার সবই সিদ্ধান্ত তোমার ।


                ********