চারিদিকে খুশিরই আবেশ জড়ানো কতো না রঙ।
লাল-নীল-সবুজ এর ছটায় রঙিন হয়েছে
আকাশ বাতাস , রঙিন হয়েছে মাঠ-ঘাট
নিকনো উঠান দুয়ার বারান্দা, রঙিন হয়েছে
জীবনের প্রতিটি মনের কোণ।
কিন্তু তবুও ব্যস্ত পথেরই বাঁকে বিবর্ণতায়
ডুবে থাকা ভিখারিটা আজও
খোঁজে সহানুভূতির রঙ
খোঁজে বেঁচে থাকার রঙ  
খোঁজে জীবনের রঙ  ।  


চারিদিকে সুখেরই পরশ জড়ানো কতো না সুর।
পলাশ শিমুলেরই সাথে রঙিন জীবনও মেতেছে  
কোকিল সুরে, পাতাদের হাত তালিতে  
প্রকৃতি ভাসছে আনন্দ উৎসবের সুরে।  
ভরে উঠছে শহর-গ্রাম নতুন অবয়বে প্রাণ নিয়ে।
কিন্তু তবুও ফুটপাতের ধুলোমাখা ছোট বাচ্চা গুলো
খোঁজে খুদা নিবারণের সুর
খোঁজে কান্না মোছার সুর  
খোঁজে একটু আশ্রয়ের সুর ।


চারিদিকে বাঁধ ভাঙা আনন্দের কতো না আলো ।
চাঁদ তারাদের জোছনার রেণু মেখে মেলে দিয়েছে
রঙিন জীবন আজ তাদের রামধনু ইচ্ছের ডানা।
ছড়িয়ে দিয়েছে অনাবিল সুখেরই উত্তাপ।  
তবু সদ্য ধর্ষিতার সবুজ শরীর
খোঁজে স্বচ্ছতার আলো
খোঁজে ন্যায় বিচারের আলো
খোঁজে স্বাভাবিক জীবনের আলো।


            ****