কিছু প্রতিবাদ হয় খুব চিৎকার করে  
স্লোগান তুলে কিংবা একটু কেঁদে,
কিছু প্রতিবাদ হয় মোমবাতি জ্বালিয়ে  
এক টুকরো মেঘের রুমাল মুখে বেঁধে।


কিছু প্রতিবাদ হয় সব ভাঙচুর করে
জ্বালিয়ে পুড়িয়ে ইঁট-পাটকেল ছুঁড়ে,
কিছু প্রতিবাদ অ্যানাকোণ্ডার মতো
লাইন করে রাজপথে ঘুরে ঘুরে।


কিছু প্রতিবাদ হয় কলম-তুলিতে  
সাদা পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ,
মশাল জ্বালিয়ে কুশ-পুতুল পুড়িয়ে
কখনো বা গানের সুরে সুরে।


কিছু প্রতিবাদ হয় রক্ত-ঘামে ভিজে
দেওয়ালে লিখে; অনশন করে,
তুবুও কি সফলতার আলো পৌঁছায়
প্রতিটি জীবনেরই অন্তরে অন্তরে?


তাহলে এবার কিছু প্রতিবাদ হোক
অন্যায়কারীদের নাভিতে গোড়ালি গেঁথে,
গলায় আছোলা বাঁশ পুঁতে; এক ফুঁ তে
তাদেরই জীবনের লম্ফ নিভিয়ে দিতে ।  
  

            *******