সদ্য পিউপা থেকে বেরিয়ে আসা নীল প্রজাপতির মতো
আমি কোনো শোভা-বর্ধনকারী জীবন নই;  
যে সুখের ফুলে মুখ ডুবিয়ে সব আত্মীয় গাছেদের
এ কোল থেকে ও কোলে ঘুরে বেড়াবো, কিংবা -  
সদ্য জন্মানো আমি কোনো সান্দ্র সুখের
'কুওকা' জীবনও নই ! যে জন্মেই সুখ সমুদ্রের
সফেন মেখে বড় হবো মহানন্দে।


আমি দীর্ঘ লাঞ্ছিত শোষিত ক্ষুধার্ত মায়ের
জঠর থেকে বেরিয়ে আসা এক জ্বলন্ত প্রতিবাদ !
যার জন্মের প্রথম কান্নাতে লুকিয়ে আছে এক দীর্ঘ
ক্ষোভের বুক ফাটা চিৎকার। যার ছোট্ট হাতের মুঠোতেই
ভরা আছে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার শক্তি।  
যে বঞ্চনার জল কাদায় হামাগুড়ি দিতে দিতে  
প্রতিশোধের আগুন মেখে দাঁড়াতে চায়
রক্তক্ষয়ী প্রতিবাদী অস্ত্র হাতে, অন্যায়কারীদের  
চোখ বরাবর নাক বরাবর মুখ বরাবর ।
যার দু'চোখে শুধুই ভরা  
ন্যায্য অধিকার ফিরিয়ে আনার,
সাম্যতা ফিরিয়ে আনার অব্যর্থ লক্ষ্যের গাণ্ডীব।


           ******