ওরা যখন কেড়ে নিয়ে গেছে আজ সব খুশির ফাগুন,
                         তবে কেনো আর এভাবে চুপ থাকা !
এসো বুকের শুষ্ক বারুদে লাগাই প্রতিবাদের গনগনে লাল আগুন।


ওরা যখন ছিনিয়ে নিয়ে গেছে আজ সব সুখে সকাল,
                         তবে কেনো আর এভাবে বসে থাকা!
এসো শরীরের খাপ থেকে টেনে বের করি প্রতিবাদের তরোয়াল।


ওরা যখন পুড়িয়ে দিয়ে গেছে আজ সমস্ত ঘর-বাড়ী।  
                       তবে কেনো আর এভাবে চেয়ে থাকা !
এসো একসাথে ওদের বুকে প্রতিবাদের ঝড় হয়ে আছড়ে পড়ি।  

ওরা যখন ভরিয়ে দিয়ে গেছে আজ লাশের গন্ধে মরুৎ ,
                         তবে কেনো আর এভাবে ভীরু থাকা!
এসো নিজ চেতনার আকাশ থেকে ছিঁড়ে আনি প্রতিবাদের বিদ্যুৎ ।  


ওরা যখন লুটে নিয়ে গেছে আজ সব বাঁচার অধিকার
                         তবে কেনো আর এভাবে ঘুমিয়ে থাকা !
এসো শেষ রক্ত বিন্দু দিয়ে লাড়াই করে ছিনিয়ে আনি জয় আবার।



              ************