তোমাদেরই হাতের রিভলভার দিয়ে না হয়
টিকটিকির মাথার মতো ফুটো করে দাও
আমার এ বুক।  কৃপাণ দিয়ে না হয় আমার
ধড় থেকে গর্দান আলাদা করে, আমার কাটা মুণ্ডুটা  
শিকেয় করে ঝুলিয়ে রাখো তোমাদেরই
ষড়যন্ত্রের শপিং মলে।
আমার হাত-পা গুলো শুখা রুটির মতন ছিঁড়ে না হয়
খাইয়ে দাও তোমাদেরই পোষা কুকুর গুলোকে।
তবে জেনো  
আমার কলিজা কিন্তু তবুও তার শেষ বিন্দু পর্যন্ত
ধকধক করতে করতে তোমাদেরই প্রতিবাদ জানাবে।
প্রতিবাদ কোন কিছুতে দমে না
প্রতিবাদ কোন কিছুতে কখনো মরে না ।
আমার রক্ত-ঘাম এর টাটকা গন্ধ  
ঠিকই ছড়িয়ে পড়বে বাতাসে বাতাসে;    
যে গন্ধ শুঁকে  দলে দলে আসবে আমারই মতন
হাজারো শোষিত বঞ্চিত প্রতিবাদী মানুষ ।
যারা নির্মম ভাবে ঠিক বিনাশ করবে
দলবেঁধে একদিন তোমাদেরই মতন পাষণ্ড কে।
কারণ তারাও ততক্ষণে জেনে যাবে
কীভাবে রক্ষা করতে হয়ে-
তার মা'কে, তার মাটিকে, তার দেশকে ।    


                 *******