কি ভাবছিস ?
আরে জনগণের মূল্যবান কোষাগার তো এখন আমাদেরই হাতে,  
আমারা জিতবই তোকে বলে ছিলাম না পৌষের রাতে ।
নে হরিপদ নে এবার লুটেপুটে খা ...।


কি দেখছিস?
আরে জনগণ তো সব বোকার হদ্দ! ভয়ে ওদের চোখ অন্ধ,
কতদিন পর জুলুম করে গদি পেলাম বল, আহা! কি আনন্দ।  
নে হরিপদ নে এবার চেটেপুটে খা...।


কি করছিস?
আরে আর কিছু করতে হবে না!আয় এখন গতরে জমাই চর্বি,
দুর্নীতিরই কাঁচা-পাকা ফসল ভাব কোন পকেটে ভরবি ।
নে হরিপদ নে এবার খুঁটে খুঁটে খা ...।


কি শুনছিস ?  
আরে হ্যাঁ ঠিকি শুনেছিস! আমরা তো সব সর্বগ্রাসী রাঘব বোয়াল,
নিরীহ লাশের সিঁড়ি বানিয়ে; পাড়ছি দেখ কেমন সোনার তাল।
নে হরিপদ নে এবার মেরে কেটে খা...।


কি লিখছিস  ?
আরে আর লিখতে হবে না!খাতা ভর্তি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারে,
এবার শুধুই জমি কিনব জমি কিনব, নিজেদেরই নামে চারিধারে ।  
নে হরিপদ নে এবার গলা কেটে খা ...।


কি বলছিস !
আরে এ সব কি বলছিস! পাবলিক দলবদ্ধ হয়েছে! ক্ষেপে গেছে!  
আমাদের রতন'দা কে জুতো পেটা করে রাস্তায় ফেলে মেরেছে।    
নে হরিপদ নে এবার আমার মতো তুইও ছুটে পালিয়ে যা...।  


          ***********