আবারো পাঁচলা গাঁয়ে এক আলুচাষি
        করলো আত্ম-হত্যা!    
            আমার তাতে কি  
আমি তো এখন দেশেরই হর্তাকর্তা;  
তাই ও সব ব্যাপারে নেই কোনো মাথা ব্যথা।    


আবারো কারখানার কর্মীগুলো কর্মহীন;
             পাট কল হলো বন্ধ!      
             আমার তাতে কি  
আমারই চারিপাশে এখন শুধু আনন্দ;  
নাকেতে ভাসছে ভোটেতে জেতার গন্ধ।  

আবারো নামলো শহরের রাজপথে
          ধর্ষণেরই প্রতিবাদী মিছিল।  
             আমার তাতে কি  
ঠাণ্ডা ঘরের ভেতরে আমি তো দিয়েছি খিল ;  
দেখছি আইটেমের  বুকের বাম্পারে তিল।  


আবারো মরলো রোগী বিনা চিকিৎসায়
             গ্রামীন হাসপাতালে।  
              আমার তাতে কি
আমি তো চাইছি সবই সাত সকালে;  
আটকা পড়ুক আমাদের পাতা দুর্নীতির জালে।  


আবারও পুড়লো ঘর-বাড়ি গুলো
এলাকা জুড়ে চললো তোলাবাজী।  
             আমার তাতে কি
আমি না হয় রাতে নরম মাংস খুঁজি;
তবে সকালে তো খাই শুধুই শাক-সবজি।  


আবারো ভোটার কেন্দ্রে বোমা পড়লো;  
           ছত্রভঙ্গ হলো সুস্থ সম্প্রীতি।
                আমার তাতে কি
আমি তো এমন করে ক্ষমতায় থাকি;
আমি তো এমন করে সব সময় জিতি।  


                  ***a****