খেলার মাঠ অস্থির গোধূলি
ড্রয়ারে জমা অচল আধুলি  
কাছে ডাকে আজ ছেলে বেলার দিন,
ড্রয়িং খাতা রং তুলি
ছুটির ঘণ্টা ঠাকুমার ঝুলি
বুকের ফাঁকে কত না স্মৃতিরা রঙিন।


নীলচে ডিম ঘুঘুর বাসা
বিয়োগে ভুল অঙ্ক কষা
চোখের পাতায় কত না হারানো মুখ,  
লাটাই ঘুড়ি গুলতি নেশা
শূন্য আকাশ অলীক আশা
মনের খাতায় কত না ছড়ানো সুখ।


কলার মান্দাস খালের পাড়
পাতার ঘূর্ণি তেঁতুল আঁচার
মনে ভাসে আম আঁটিরই ভেঁপু সুর,  
দুরন্তপনা ভেঙে ফেলা জার
রথের মেলা মিঠে আবদার  
প্রাণে মিশে কত না ঘুমন্ত রোদ্দুর ।


শাপলা ফুল ভেট ভাজা
স্কুল ছুটি বৃষ্টিতে ভেজা
ভাসে কত না আবেশ জড়ানো অনুভূতি,  
বোলতার চাক ফড়িং খোঁজা
গ্রীষ্মের দুপুর না ঘুমানোর মজা
হাসে কত না টুকরো ভালোলাগার প্রীতি।


শীতের দিন দু'গাল ফাটা
গাছে হনুমান ভেংচি কাটা
বুকের মাঝেতে জমা স্মৃতিরা করে উদাসীন,
কাগজের নৌকা বৃষ্টি ফোঁটা
হলুদ বিকেল দল বেঁধে ছোটা
আজ আর নেই; পাল্টে গেছে সময় সাকিন।  


               *******