জীবনের ভেতর আজ জীবনকে
ভালোবাসার মতো এক ফোঁটা জল নেই।
চিংড়ি পোড়া কিছু হিংসার রোদে
সহানুভূতি সহিষ্ণুতা কর্তব্যপরায়ণতা বোধের
পুকুর ডোবা নদী- নালা সব শুকিয়ে গেছে!
একেবারে খটখটে শুকনো
পড়ে আছে শুধুই দায়িত্বহীনতার কিছু বালি ।


আর তার জন্যই বোধ হয়
আমরা সুস্থ সবল হয়েও ভিড় বাসে ট্রেনে
সত্তর বছরের বৃদ্ধাকে বসার জন্য সিট'টা ছেড়ে দিই না।
তার জন্যই বোধ হয়
বৃন্তচ্যুত পথের শিশুটাকে আপন করে নিই না।
অসুস্থ অসহায় মানুষকে
হাসপাতালে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশও করিনা।
সাপের মুখে আটকা পড়া ব্যাঙের মতন জীবন গুলো কে
সাহায্যের হাত বাড়িয়ে দিই না।


শুধুই নিজ বিলাসিতার শীতল বাতাস মেখে
নিজেকে বলে দিই --
''ও সব ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই বাপু।''  


               ********