উজাড় করে তুমি দিয়েছো ঢেলে
আমাদেরই মাঝে জ্ঞানের আলো,
প্রীতিরই বন্ধনে নিয়েছো বেঁধে
শাসন-স্নেহে বেসেছো কত না ভালো।
আজ তোমার এ বিদায়ী ক্ষণ
চোখে নামায় অঝোর শ্রাবণ
মনেতে ভাসে সব রঙিন স্মৃতি গুলো...।।


শিখিয়েছো তুমি সত্যেরই পথে
হাঁটতে চিরদিন চিরকাল,
জীবনের সকল বাঁধা সরিয়ে দূরে
কীভাবে আনতে হয় সকাল।
ছিলে তো তুমি এ শিক্ষায়াতনে
আলো করে প্রতিটি ক্ষণে ক্ষণে  
ঘুচিয়ে দুর্দিনের সব আঁধার কালো ...।।


মেঘে মেঘে আজ মন খারাপি সুর
ব্যথাতুর বুক করে খাঁ খাঁ,
চলার পথে পাথেয় হয়ে থাকবে
শুধু তোমারই এ আলোক রেখা।
মন চায় না ছাড়তে তোমায়
তবুও ছাড়তে হবে যে হায়!
রেখো নিজের খেয়াল আগামী দিন গুলো ...।।


           *****