ঝুরো ঝুরো রোদ ঝিরি ঝিরি হাওয়া
বুকের ভেতর অন্য অন্য চাওয়া
        চারিপাশ জুড়ে আজ খুশিরই লগন,
ছেঁড়া ছেঁড়া মেঘ মোহিনী মায়া
চোখের উপর স্বপ্ন স্বপ্ন ছোঁয়া
      প্রাণের ঘরে বইছে প্রেমরই প্লাবন।
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন।।


কুহু কুহু সুর পলাশ-শিমুল
রঙেরই বাহার হৃদয় আকুল  
      কিশলয়ের সাথে সুখের আলাপন,
মৌমাছি ভ্রমর এ ফুল ও ফুল
সৌন্দর্য সুধায় মন মসগুল  
    হৃদয়ের মাঝে জাগে নতুন স্পন্দন।।
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন।


তিরি তিরি স্রোত গাঁয়ের নদী
দক্ষিণ জানালায় মিলনের সন্ধি
        বদলে যায় চেনা জীবনের ব্যাকরণ,      
গুঁড়ো গুঁড়ো জোছনা পূর্ণিমা রাত
এই হাতে রাখো তোমারই হাত  
      গড়বো আজ প্রাণের সাথে প্রাণের বন্ধন।।
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন
বসন্ত ছুঁয়েছে মন আজ বসন্ত ছুঁয়েছে মন।


    
              ********